খুলনা-৫ আসনের গণসংযোগে নারায়ন চন্দ্র চন্দ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের নারায়ন চন্দ্র চন্দ(এম.পি) নির্বাচনী প্রচার-প্রচারণা এবং গণসংযোগের দ্বিতীয় দিনে তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকে খানজাহান আলী থানার অন্তগত ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের চিংড়ীখালিবাজার, শিরোমণি পশ্চিমপাড়া, বিলডাকাতিয়া, আটরা গিলাতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ এবং পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় নৌকা প্রতীকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এম.পি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে উৎসবমুখর ও অংশগ্রহনমুলক নির্বাচনের যাত্রা শুরু হয়েগেছে। সর্বত্রই এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী যে চ্যালেঞ্জ তা বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে ভোটারদেরকে কেন্দ্রমুখি করতে কাজ করতে হবে। তিনি বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রতীক তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেকে সম্পৃক্ত করতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান তিনি। এ তাঁর সাথে সময় খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম আব্দুস ছালাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ৩৪নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন খান, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ডের সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রাজা, ৩৩নং ওয়ার্ডের সভাপতি কাজী জাকারিয়া রিপন, আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেনে, শেখ আব্বাস উদ্দিন, শেখ রবিউল ইসলাম, শেখ আফজাল হোসেন, শেখ হায়দার আলী, শেখ আব্দুর রহমান, শেখ শামিম হোসেন, খান মোস্তাক আহমেদ, শেখ ইমাদুল, শেখ ইয়াসিন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, নবীরুল ইসলাম রাজা,রেজওয়ান আকুঞ্জী রাজা, হাফিজুর রহমান, শেখ মরিুল ইসলাম মিঠু, কাজী শামছুর রহমান, আঃ গফফার, জুলহাস, রবিন বসু, ছাত্রলীগ নেতা ফারহান অভি, সানি, বুলবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিল।