প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করতে চাই

খুলনা ৩ আসনে নির্বাচনী গণসংযোগকালে এস এম কামাল হোসেন
স্টাফ রিপোর্টার ঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়নের কথা ভেবে আপনারা নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদেরকে একটি স্মার্ট বাংলাদেশে উপহার দিতে চেয়েছেন। আমি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করতে চাই। গতকাল মঙ্গলবার নগরীর ১৪নং ওয়ার্ডের রায়ের মহল এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। এ সময় তার সাথে ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান পলাশ, প্যানেল মেয়র-৩ মেমরী সুফিয়া রহমান সনু। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুগলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী এনায়েত আলী আলো, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান জমাদ্দার, মহানগর যুবলীগের সদস্য ইয়াছির আরাফত প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল ৮টা থেকেই তিনি গণসংযোগ শুরু করেন। সকালে রায়ের মহল কলেজের পক্ষথেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান রোকসানা পারভীন, অধ্যাপক পাপিয়া সুলতানা, শেখ শামসুদ্দীন দোহা, গাজী জাহিদুল হকসহ অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। সকাল থেকে তিনি রায়ের মহল মেইন রোড, রায়ের মহল বাজার, বড় বয়রা খ্রিস্টার পাড়া, বড় বয়রা হিন্দু পাড়া, বয়রা বকুল তলায় গণসংযোগ করেন। বেলা ১১টায় তিনি ওয়ার্ডের বৈকালী বাজার, সিএসডি গোডাউন মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি পথ সভায় মিলিত হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুরে তিনি খালিশপুর মিয়া বাজারে গণসংযোগ করেন। এর পর তিনি নগরীর ৭ নং ঘাট এলাকায় গণসংযোগ করেন এবং পথ সভায় মিলিত হন।
বিকেল সাড়ে ৩টায় তিনি ৭, ৮ এবং ১০ নং ওয়ার্ডের ৭, ৮ ও ১০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রাফিজা খানম মিরার একটি মিছিলে অংশগ্রহণ করেন। বিকেলে তিনি নতুন রাস্তার মোড়ে পথসভা শেষে দৌলতপুরের বীণাপাণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পথসভা করেন। সেখান থেকে মহেশ^রপাশার কোদার নাথ রোডে একটি মিছিলে অংশগ্রহণ করেন। সেখানে ১নং ও ৩ নং ওয়ার্ডের অসংখ্য নেতা কর্মীদের অংশগ্রহণে ঐ অঞ্চল মিলনমেলায় পরিনত হয়। নৌকার গণজাগরণে নেতা কর্মীরা নেচেগেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরী করেন। এসময় দৌলতপুর থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের অসংখ্য নেতাকমী উপস্থিত ছিলেন।



