নৌকাই এ দেশের মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন উপহার দিবে

গণসংযোগকালে এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন-সমৃদ্ধি হয়েছে। নৌকাই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। নৌকাই এ দেশের মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন উপহার দিবে। তাই দেশকে এগিয়ে নিতে ও মানুষের সেবা করতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কথা তুলে ধরে এস এম কামাল বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করেছে। লুটেরা বিএনপি এতিমের অর্থ আত্মসাৎ করেছে। দুর্নীতি করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির নেতা আর জামায়াত রাজাকার, যুদ্ধাপরাধী। এরা দেশকে ধ্বংস করে দেবে। ধ্বংসের হাত থেকে নৌকাই আপনাদের রক্ষা করবে। রবিবার দিনব্যাপী নগরীর ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম বাশার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার লিটন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা জিয়াউর রহমান জিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম কামরুজ্জামান বাবলু, যুবলীগ নেতা চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, কাউন্সিলর সাহিদুর রহমান, কাউন্সিলর শেখ খালিদ আহম্মেদ, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, সাবেক কাউন্সিলর এইচ এম ডালিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।