খুলনা ৩ আসনের প্রার্থী এস এম কামালের সাথে জাসদ খুলনার মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনের প্রথীদ এস এম কামাল হোসেনের সাথে জাসদ খুলনার মত বিনিময় সভা গতকাল রাত ৮ টায় কঋঈ হল রুমে জাসদ খুলনা জেলা সভাপতি শেখ গোলাম মোর্তোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খুলনা ৩ আসেন সংসদ প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন, জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, চাঁন মিয়া, মাসুদ রানা, তানভীর হোসেন সেন্টু, আকবর শেখ, মো: সাইদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশ কে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে বতদমান সরকার কে পূনরায় নিবাদচিত করতে হবে। তার জন্য তিনি নৌকায় ভোট চান। তিনি বলেন তিনি নিবাদচিত হলে এ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত করবেন। বন্ধ মিল চালুর জন্য সরকারের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ অতিথি খালিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে, জামাত -বিএনপির ষড়যন্ত্র রুখতে, মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় এ সরকার কে পূনরায় হ্মমতায় আনতে হবে।