খুলনা নির্বাচনীয় আসনগুলোতে প্রচারণার শেষ সময় পর্যন্ত ছুটেছে প্রার্থীরা

শেখ ফেরদৌস রহমান : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হলো আজ শুক্রবার সকাল ৮টায়। চায়ের দোকান থেকে শুরু করে শহর কিংবা গ্রামে শেষ মুহুর্তের প্রচারে বেশ ব্যস্ত সময় পার করল সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর সমর্থকরা। বিভিন্ন আসনে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ও একে অপরের সমালোচনার ঝড় এখন নবীন প্রবীণ ভোটারদের মুখে মুখে। শেষ মুহুর্তের প্রচারে ভোটারদের আকৃষ্ট করা, তাদের কেেেন্দ্র নেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থীদের বিপরীতে হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে কাউকে চোখে পড়েনি। খুলনা ২ ও ৩ আসনে। তারপর ও সব কিছুই ছাপিয়ে ভোটের মাঠে ভোটারদের কাছে ছুঠছেন সকলে। আর তাই প্রার্থীরা সরাসরি দিনরাত মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে। পথিমধ্যে ভোটারদের সঙ্গে দেখা হয়ে গেলেই অনেক প্রার্থীরা তাদের খোঁজ-খবর নিতে ব্যস্ত হয়ে পড়ছেন । খুলনা ২ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল সহ তার সমর্থকরা তার নির্বাচনীয় এলাকার বিভিন্ন ওয়ার্ডে পাড়া-মহল্লায় গণসংযোগ.সভা উঠান বৈঠক সহ বিভিন্ন প্রচার-প্রচরনায় ব্যাস্ত সময়ে পার করতে দেখা যায়। এছাড়া খুলনা ৩ আসনের আওয়ামলীগ মনোনীত নৌকার মাঝি এস,এম কামাল বলেন, আসছে ৭ জানুয়ারী নির্বাচনের ভোটের দিন খুলনা-৩ আসনের মতো সারাদেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যকটা নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রমান হয়েছে যে ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণ সহ একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে। আপনারা পরিবার সহ আত্মীয় স্বজন বন্ধুদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এদেশের এত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের বিকল্প নেই। তাই আপনারা ভোট দিয়ে উন্নয়নের এই দ্বারা ত্বরান্বিত করার ক্ষেত্রে শামিল হন। এ বিষয়ে নতুন ভোটার শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, জীবনে প্রথম ভোটার হয়েছি। আগামী ৭ জানুয়ারী ভোট দিতে ভোট কেন্দ্রে যাবো। এছাড়া আমি আমার ভোট তাকে দেবো যাকে আমরা সব সময়ে কাছে পাবো। পাশাপাশি যার মনে থাকবেনা অহংকার বা দেখা করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হবে না। যিনি দূর্নীর্তিমুক্ত, মাদকমূক্ত সমাজ গড়বে আমি তাকে ভোট দিব। উল্লেখ্য খুলনা-২ আসনে এবার ভোটার ৩ লাখ ২০ হাজার ২১৯ জন। খুলনা নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত এই আসনে ১৫৭টি ভোট কেন্দ্র এবং ৮৪৫টি বুথ রয়েছে। খুলনা-৩ আসনে এবার ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭০৯ জন। খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১১৬টি। এবার ভোট কক্ষ থাকবে ৬৩৩টি।