এখন প্রধান কাজ মানুষের মৌলিক চাহিদা পূরণ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা

মহানগর আ’লীগের বর্ধিত সভায় এস এম কামাল এমপি
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের শেষ ঠিকানা। তাই জনগণের সাথে থাকতে হবে। যে কোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের কাজে বিনয়ী হতে হবে। তাই জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। তাহলে জনগণ ও দল মূল্যায়িত হবে। তিনি বলেন, এখন আমাদের প্রধান কাজ দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের এ চাহিদা পূরণ করতে দ্রব্যমূল্য কমাতে অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে হবে। প্রজন্মকে পরিবেশ বান্ধব দেশ উপহার দিতে মাদক ও সন্ত্রাসমূক্ত করতে হবে। দেশের মানুষের উন্নত ও সমৃদ্ধ জীবনের যাপনের জন্য যা যা করা প্রয়োজন সেসব করতে হবে। সে লক্ষে আমাদের সকলকে একযোগে দলকে সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিএনপি-জামায়াতের অপচেষ্টা এখনও শেষ হয়নি। তারা যেকোন উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ইউনুছ আলী, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, আব্দুস সাত্তার লিটন, মো. সফিউল্লাহ, মাহফুজুর রহমান জিবলু, কাজী এনায়েত আলী আলো, মো. জাকির হোসেন, শেখ খসরুল আলম, মফিজুর রহমান হিরু, সৈয়দ আসিফুর রশীদ, কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা, কাজী জাকারিয়া রিপন, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, মো. ইমরুল ইসলাম, মো. আসলাম আলী, সরদার আব্দুল হালিম, মো. জিয়াউর রহমান, এ্যাড. শামীম মোশাররফ, মুন্সি মো. সেলিম হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, মো. ফয়েজুল ইসলাম টিটো, মীর মো. লিটন, ইউসুফ আলী খান, আব্দুল হালিম সরদার, জাফর ইকবাল মিলন, শেখ ইকবাল হোসেন, মো. শিহাব উদ্দিন, মো. আযম খান, শেখ এশারুল হক, শেখ মো. রুহুল আমিন, অহিদুল ইসলাম পলাশ, মোতালেব মিয়া, মো. শাহজাহান জমাদ্দার, মোল্লা হায়দার আলী, এ এস এম কামরুজ্জামান বাবলু, মাকসুদ হাসান পিকু, হারুন অর রশীদ, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবু জাফর, শেখ রেজাউল ইসলাম, মোড়ল হাবিবুর রহমান, মো. জিয়াউর রহমান জিয়া, খ. ম. লিয়াকত আলী, শেখ আব্দুল হক, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, নাসরিন আক্তার, মাছুমা আক্তার রানি, প্যানেল মেয়র এসএম খুরশিদ আ্হমেদ টোনা, এ্যাড. মেমোরি সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর শেখ শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশীদী রেজা, কাউন্সিলর শেখ খালিদ হাসান, কাউন্সিলর সাহিদুর রহমান সাহিদ, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মো. শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর মো. খালিদ হোসেন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর মো. ইমরুল হাসান, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর মো. গোলাম মাওলা শানু, কাউন্সিলর মো. জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, খাদিজা কবির তুলি, রোকেয়া রহমান প্রমূখ।
সভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় ওয়ার্ড, থানা, মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরতœ জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় খুলনা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় সেখ সালাহউদ্দিন জুয়েল এবং এস এম কামাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।