স্থানীয় সংবাদ
সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক’র মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মল্লিক (৭২) গতকাল রাত দেড়টায় রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। সোমবার দপুরে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।