অবৈধ ইজিবাইক, লাইসেন্স বিহীন যানবাহন নিয়ন্ত্রনে কঠোর কেএমপি
শেখ ফেরদৌস রহমান ঃ সড়কে লাইসেন্স বিহীন যানবহন ও অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে আবারো কঠোর অবস্থানে কেএমপি। গেল ১৬ জানুয়ারির পর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন মোড়ে প্রতিদিন চলছে তল্লাশি। ইতোমধ্যে আটক করা হচ্ছে এসব অবৈধ যানবাহনগুলোকে। মূলতঃ খুলনায় মোট আট হাজার ইজিবাইকের লাইসেন্স খুলনা সিটি কর্পোরেশন দিলেও প্রায় বিশ হাজারের বেশি ইজিবাইক চলাচল করে। এতে করে নগরীতে মারাত্মক যানজট সুষ্টিসহ হরহামেশাই হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। যে কারণে যানবাহন চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র চেক করাসহ নগরীতে যানজট সৃষ্টিকারী অবৈধ ইজিবাইক লাইসেন্স, বিহীন ইঞ্জিন চালিত গাড়ী, ব্যাটারি চালিত রিক্সাভ্যান সহ সড়কে লাইসেন্সবিহীন অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন ও মোটরসাইকেলের বিরুদ্ধে কেএমপি ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। মুলতঃ সড়কে বেপরোয়া হয়ে উঠেছে এসব ব্যাটারি চালিত ইজিবাইক, রিক্স্রা, ভ্যান, যে কারণে সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। যে কারনে খুলনা সিটি কর্পোরেশন থেকে নগরীতে কোন ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলবেনা বলে ও নির্দেশনা ছিল। তবে প্রতিবন্ধিদের জন্য মানবিকভাবে কিছু ব্যাটারী চালিত যানবহন চলাচলের অনুমতি দেয়া থাকলেও সড়কে সুস্থ্য সবল দেহের অধিকারী মানুষের হাতে দেখা যায় ব্যাটারি চালিত যানবহন। নাম প্রকাশে অনিচ্ছুক কেএমপি’র ট্রাফিক বিভাগের সার্জেন্ট বলেন, পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় ও ডিসি ট্রাফিক এর তত্তাবাধায়নে আমরা অভিযান করছি। মুলত আমরা সব সময় কঠোর অবস্থানে আছি। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে এটা তারই ধারাবাহিকতার একটি অংশ। সকাল থেকে বেশ কয়েকটি ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন যানবাহন ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের ও আমরা মামলা দিচ্ছি। যেন সড়কে যানজট নিয়ন্ত্রন করা ও দুর্ঘটনা রোধ করা যায়। এবিষয়ে খুলনা সচেতন নাগরীক মো. তরিকুল ইসলাম বলেন, খুলনা সিটি কর্পোরেশন ও কেএমপি’ পুলিশের এমন কার্যক্রমকে আমি স্বাগতম ও সাধুবাদ জানাই। মুলতঃ নগরীতে প্রচুর পরিমানে অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে। যে কারণে সড়কে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে যানজট অন্য দিকে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চালকরা খুবই বেপোরায়া গতিতে চলাচল করে। এদের বিরুদ্ধে আরো অনেক আগে কঠোর ব্যবস্থা নেয়া উচিত ছিল। সড়কে চলাচলের সময়ে আমরা খুবই ভীত থাকি। তবে এদের বিরুদ্ধে যখন প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এমনটি যেন চলমান থাকে। এবিষয়ে কেএমপি‘র ট্রাফিক বিভাগের ডিসি মনিরা সুলতানা বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সড়কে কোন ধরনের লাইসেন্সবিহীন যানবাহন থাকবেনা। তাছাড়া খুলনা সিটি কর্পোরেশন থেকে ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও অবৈধ ইজিবাইক চলাচলের জন্য নিষেধাজ্ঞা আছে । আমরা তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালন করছি। এ পর্যন্ত আমরা বেশ কিছু যানবাহন আটক করেছি। তবে এখন আমার কাছে সঠিক তালিকা নেই। অফিস সময়ে দিতে পারবো।