ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু : আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সেসময় আহত হয়েছে আরো ৪ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভালাইপুর দর্গামোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পান্তাপাড়া গ্রামের আবুল কাশেম (৫৫) এবং পাশ^বর্তি ঘুগরি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও একই গ্রামের কামাল হোসেন। মহেশপুর থানার উপ-পরিদর্শক ব্রজবল্লভ সাধু জানান, মাহিন্দ্রতে করে যাত্রীরা মহেশপুর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভালাইপুর দর্গামোড়ে এসে পৌছালে সামনের দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম ও আলমগীর হোসেনের মৃত্যু হয়। পরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল হোসেন। তিনি আরো জানান, নিহতদের মধ্যে আবুল কাশেম ঝিনাইদহ আদালতে একটি মামলার কাজে যাচ্ছিলেন এবং আলমগীর হোসেন পাসপোর্ট সংক্রান্ত কাজে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেওয়া হয়। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রাজিবুল হাসান জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া তাসলিমা, সেলিম, আকিদুল, কালুসহ ৫ জনকেই যশোর জেনারেল হাসপাতালে রেফাড করা হয়েছে। তাদের সকলের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এদের মধ্যে নাম পরিচয় না পাওয়া এক বৃদ্ধের শারীরিক অবস্থা বেশী খারাপ বলেও জানান ডাক্তার।