স্থানীয় সংবাদ

যশোরে প্রকাশ্যে ইয়াবা বেচাকেনার অভিযোগে ৫০পিসসহ যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ শনিবার বিকেলে শহরের মুজিব সড়কস্থ পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাফিউল হাসন রোহান নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সে যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই রইচ আহমেদসহ একদল পুলিশ শনিবার ২৭ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় শহরের মুজিব সড়কে অবস্থিত পঙ্গু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রাফিউল হাসান রোহানকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ৫০পিস ইয়াবা উদ্ধার করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button