মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রূপসায় মানববন্ধন

ইউপি সদস্যের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার ঃ রূপসার নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও জনপ্রিয় ইউপি সদস্য মোঃ মাসুম সরদার এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় রামনগর মেইন সড়কে ১নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক শেখ’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. সাঈদুর রহমান সগীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ইউপি সদস্য মো. আসাবুর রহমান, মাসুম শেখ, মাহফুজুর রহমান মাহফুজ, আব্দুর রাজ্জাক শেখ, রেশমা আক্তার, লিপিকা রাণী দাস, মহিলা নেত্রী রোমিছা বেগম, আ’লীগ নেতা আফজালুল হক, মোস্তাক শেখ, সৈয়দ আশিক আহসান লিখন, আব্দুর রশিদ শেখ, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, নাসির হাওলাদার, বাদল মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো. মোশারেফ হোসেন, ইয়াসিন আলী শেখ, হামেদ সমাদ্দার, জালাল মোল্লা, নুরুজ্জামান ছোট, মিজানুর রহমান, শুকুর সরদার, জাহাঙ্গীর আলম, মো. আসাদুজ্জামান রাসেল, শেখ সাগর, জিয়াউর রহমান, মো. শাহিন, মফিজুল হক খন্দকার, নারী নেত্রী রজিনা, ওজিফা, সালমা সুলতানা, নাসিমা বেগম, জামাল হাওলাদার, সোরহাব শেখ, ইমু মোল্লা, রেজাউল, বনি আমিন, আদর মোল্লা, আজিজুল, রবি, শুভ, কারিমুল, মামুন সরদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে (আগামী ২০) তারিখের মধ্যে ইউপি সদস্য মাসুম সরদার এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এলাকাবাসী সহ নৈহাটী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দরা কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করেন।


