বাগেরহাটের রামপালে সড়কে মাহিন্দ্র গাড়ীর ধাক্কায় ঝরল ভ্যানচালকের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত রিকসাভ্যান চালক তালিম সরদার রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মোঃ ফজলু সরদারের ছেলে। তালিম সরদার রবিবার বিকেলে খুলনা-মোংলা মহা-সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল পতিমধ্যে মালিডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায় । পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চত করে কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।