স্থানীয় সংবাদ

কাল শেষ হচ্ছে খুলনার বই মেলা

স্টাফ রিপোর্টারঃ কাল বৃহস্পতিবার মাস ব্যাপী খুলনার একুশে বই মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। মঙ্গলবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ২৭ তম দিন। বইমেলা প্রাঙ্গণ বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায় মুখরিত ছিল। বিকালে আবৃত্তি সংগঠন ‘ বাক আবৃত্তি অনুশীলন চক্র ’ এর বাচিক শিল্পীবৃন্দের আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার মঞ্চের অনুষ্ঠানমালার সূচনা হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল পর পর ৩টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘ উদীচী ’ খুলনা জেলা সংসদের শিল্পীবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘ সঙ্গীত নিকেতন ’ এর শিল্পীবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা’র শিল্পীবৃন্দ। মেলায় আগত দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমীর কুমার সরকার এবং ফাতেমাতুজ জোহরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button