ফুলবাড়িগেট ইউসেপ স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফুলবাড়িগেট এম. এ মজিদ টেকনিক্যাল ইউসেপ স্কুল গতকাল বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এরপর কোরআন তিলাওয়াত, জাতীয় সংঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক), খুলনা ফারহানা নাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর সাইমুন আজাদ। অত্র প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর শাহীন আলমের সঞ্চালনায়, হেড অব টেকনিক্যাল মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন, ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা সিটি কর্পোরেশন, ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, বিশিষ্ঠ লেখক ও সাবেক ব্যাংকার সৈয়দ আশরাফ আলী এবং ইউসেপ বাংলাদেশ, খুলনা রিজিওন ম্যানেজার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সেলিম রেজা, আঃ আউয়াল, সফিকুল ইসলাম মিঠু, নাসির আহম্মেদ, পাশা চৌধুরী উপস্থিত ছিলেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্তু হয়ে উঠে অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।