ঐতিহাসিক ৭ই মার্চে আইনজীবী সমিতির কর্মসূচী

খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে খুলনা জেলা আইনজীবী সমিতিতে কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস,এম, তারিক মাহমুদ তারা। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন এড: কাজী বাদশা মিয়া, এড: আইয়ুব আলী শেখ, এড: এনামুল হক (জেলা পিপি), এড: কে,এম ইকবাল হোসেন (মহানগর পিপি), এড: আব্দুল লতিফ, এড: বিজন কৃষ্ণ মন্ডল, এড: সেলিম আল আজাদ, এড: মিনা মিজানুর রহমান, এড: কে,এম মিজানুর রহমান, এড: সমর চন্দ্র মন্ডল, এড: অলোকানন্দা দাস, এড: এম,এম সাজ্জাদ আলী, এড: জি,এম আমানউল্লাহ, এড: ইয়াসমিন নাহার, এড: দীপক কুমার হুই, এড: সফিউল আলম সুজন, এড:মোল্লা আবেদ হোসেন, এড: কমলেশ কুমার সানা, এড: আব্দুল জলিল, এড: আশরাফ আলী পাপ্পু, এড: তমাল কান্তি ঘোষ, এড: শ্যামল কান্তি বর্মন, এড: শাহানুর পারভেজ, এড: নজরুল ইসলাম, এড: সোহেল পারভেজ, এড: শামীম আহমেদ পলাশ, এড: রফিকুজ্জামান, এড: গাজী রাজু আহমেদ, এড: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: কাজী সাইফুল ইমরান, এড: এস,এম আশরাফুল ইসলাম রাজু, এড: আইয়ুব আলী, এড: কৃষ্ণ কুমার দত্ত, এড: আনোয়ারা মমতাজ আন্না, এড: সেলিনা আক্তার পিয়া, এড: সাহারা ইরানী পিয়া, এড: শাহানারা ফেরদৌস, এড: খোরশেদ আলম, এড: তাপস রাহা, এড: উল্লাস কর বৈরাগী, এড: নারায়ন চন্দ্র, এড: মো: মনিরুজ্জামান, এড: মল্লিক আল হেলাল, এড: মোরশেদ মঞ্জুর, এড: রথীন্দ্রনাথ সরদার, এড: অশোক গোলদার, এড: আলী ইমরান, এড: আবুল হাসেম ডাবলু, এড: সাদিক মাহমুদ সাদ, এড: সঞ্জয় পাল, এড:শিউলি সেরনিয়াবাত, এড:সজীব বৈরাগী, এড: শেখর ঢালী, এড: মনোরঞ্জন মন্ডল, এড: মেহেদী হাসান, এড: ওমর ফারুক রনি, এড: আব্দুস সাত্তার, এড:মনিনুর ইসলাম মনির, এড: রেহেনা চৌধুরী, এড: নুরুননাহার লাকী, এড:খাদিজা আক্তার টুলু, এড: নওশিন রহমান বর্ষা, এড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এড: পলাশী মজুমদার, এড: তামিমা লতিফ ¯িœগ্ধা, এড: লিপি, এড: নাজিয়া বন্না, এড: নাজরিন জেসমিন, এড: রোমানা তানহা, এড: রোজলিন, এড: পামোলি কাদের, এড: সুষ্মিতা সাহা, এড:পূজা দে, এড: রোজিনা আক্তার, এড: ছাবিরা সুলতানা, এড: শিরিন আক্তার পপি, এড: শিরিন সুলতানা, এড: হোসনেআরা, এড: শাম্মী আক্তার, এড: মোসা: রিমা খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।