বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এ কে হিরুর মৃত্যুতে কেআরইউ’র শোক

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কয়েক বছর ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। এক মাস আগে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা রিপোটর্স ইউনিটির সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, আহবায়ক গৌরাঙ্গ নন্দি, সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। কেআরইউ এর পক্ষ থেকে মৃতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।