স্থানীয় সংবাদ
রোজার প্রথম দিনে খুলনার ইফতারের দোকানে রোজদারদের ভীড়

স্টাফ রিপোর্টারঃ রোজার প্রথম দিনে খুলনার ইফতারের দোকানে রোজদারদের ভীড় পরিলক্ষিত হয়। বিশেষ করে সাত রাস্তা মোড়ে আল আমিন বেকারী ও শামীম হোটেলে এ ভীড় দেখা যায়। তবে এবার ইফতার সামগ্রীর দাম বেশী হওয়া ও পুলিশী অভিযানে ফুটপাতের ইফতার বিক্রেতাদের বসতে না দেয়ায় বিক্রেতারা তাদের ব্যবসা সেভাবে জমাতে পারছে না বলে তাদের দাবি। তারা বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে এসব মৌসুমী ব্যবসায়ীদের ছাড় দেয়ার জন্য কেসিসি ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানায়। এবার ইফতারীর দাম বিগত বছরের চেয়ে দ্বিগুন বলে ক্রেতারা জানান। যার জন্য ক্রেতারা তাদের ক্রয় তালিকা শর্ট করেছে।