স্থানীয় সংবাদ
যশোরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত : ট্রাক আটক

যশোর ব্যুরো ঃ ১২ মার্চ মঙ্গলবার সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুরামনকাঠি বাজারে যশোর অভিমুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক (যশোর ট-১১-৫০১১) জব্দ করেছে। নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার চানমিয়ার ছেলে। পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেল (খুলনা হ-১১-৪৮৬৯) যোগে ঝিনাইদহের যাচ্ছিল । এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরফলে ঘটনাস্থলে পলাশ নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশে দিয়েছে। এ বিষয় বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জকে মোবাইল ফোনে ফোন দিলে তিনি বলেন ,আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।