রূপসায় পূর্ব শত্রুতার জেরে ঘেরের পাড় হতে একাধিক গাছ কাঁটার অভিযোগ

রূপসা প্রতিনিধি: রূপসায় পূর্ব শত্রুতার জেরে এক মহিলার ঘেরের পার হতে একাধিক গাছ কাটার অভিযোগ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। ভুক্তভোগী সূত্রে ও লিখিত অভিযোগ মাধ্যমে জানা যায়, উপজেলা রূপসার আলাইপুর গ্রামের মৃত মোশারেফ হোসেন শেখের মেয়ে জেসমিন নাহার (৩৮)বাদী হয়ে একই গ্রামের আসামী ১। তাজরিন নাহার (৩৩), ২। মেহেনাজ বেগম (৪০) উভয় পিতা-মৃত ইকবাল হোসেন শিকদার, ৩। আফছার হোসেন (৪৫), পিতা-অজ্ঞাত, ৪। জাহিদ শিকদার (৪৫), পিতা- মৃত মকবুল হোসেন শিকদার, ৫। রাজিয়া পারভীন (২৮), স্বামী- জাহিদ শিকদারসহ অজ্ঞাতনামা কয়েক জনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বাদী জানান, আসামীদের সহিত আমাদের পূর্ব হতে আমাদের জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা রয়েছে । এমতাবস্থায় গত ০৯ মার্চ বিকাল ৩টায় লোক মুখে জানতে পাই বিবাদীগন দিনমজুর দিয়ে আমাদের বাড়ী সংলগ্ন মৎস ঘেরের পাড় হতে বিভিন্ন প্রজাতির গাছ কাটিতেছে। সাথে সাথে আমি খুলনা হতে বাড়ীতে এসে উক্ত ঘেরের পাড়ে গিয়ে দেখি আসামীগন লেবার দিয়ে গাছ কাটিতেছে। তখন আমি তাদের কাছে আমাদের জমির গাছ কাটার কারণ জানতে চাইলে আসামীগন আমাদের গালি গালাজ করে হুমকি প্রদান করে। এছাড়া বলে আমারা গাছ কাটব তোমরা যা পারো তাই কর। দেখি তোমাদের কে আছে। যে আমাদের গাছ কাটা ঠেকায়। তখন বাদী জেসমিন নাহার নিরুপায় হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করে আইনের আশ্রয় নিয়েছে। তার দাবি অভিযুক্তরা যেন তাদের এ গাছ নিয়ে যেতে না পারে পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং ঘটনার বিষয় স্বাক্ষী আছে তদন্ত কালে তারা সাক্ষ্য দিয়ে ঘটনার সত্যতা প্রমাণ করবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পুটিমারি পুলিশ ক্যাম্পের এসআই বলেন, খবর পেয়ে আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছি। উভয় পক্ষের কাগজপত্র দেখে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।