স্থানীয় সংবাদ

কুয়েটের সহঃ অধ্যাপক সাফিউল ইসলামের ইন্তেকাল

ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের শোক

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক, প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত কুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ সাফিউল ইসলাম(৩০) ব্রেন ক্যন্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধিন থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি গতকাল ১৩ মার্চ রাত সাড়ে ৩টায় পঞ্চগড় সদরের নিজ বাসভবনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। যোহরবাদ তার গ্রামের বাড়ী পঞ্চগড়ের পানিমাঝপুকুরী গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কুয়েটের ইইই বিভাগের অত্যান্ত মেধাবী শিক্ষার্থী মোঃ সাফিউল ইসলাম অধ্যায়নরত অবস্থায় শিক্ষায় কৃতিত্বপুর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ২০১৮ সালের ১ আগস্ট কুয়েটের ইইই বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। অল্প দিনেই তিনি তার মেধা এবং যোগ্যতায় সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। দুই বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসক জানায় তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। পরে তিনি দেশে এবং ভারতের চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করেন। সর্বশেষ জানুয়ারীতে তিনি ভারতের চিকিৎসকের পরামর্শ গ্রহন করেন। চলতি মাসে পুনরায় তিনি ফলোআপের জন্য সে দেশে যাওয়ার কথা ছিল। গতকাল ১৩ মার্চ রাতে পঞ্চগড় সদরে তার বাস ভবনে মাত্র ত্রিশ বছর বয়েসে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। কুয়েটের ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাফিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, সোবহান মিয়া। মোঃ সাফিউল ইসলামের অকালমৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ইইই বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button