স্থানীয় সংবাদ
নগরীতে ১কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর আরাফাত আবসিক এলাকার মৃত: শেখ খোরশেদ আলীর ছেলে শেখ খায়রুজ্জামান(৩৭), চানমারি বাজারের মৃত: আব্দুল হালিম হাওলাদারের ছেলে মোঃ কবির হোসেন(৪৬), বসুপাড়া রহমতপাড়া মসজিদের সামনের সোনামিয়া ফকিরের ছেলে রাব্বি হাসান ইসা(২০), ৪নং ফুটঘাট আফজালের দোকানের পাশের মোজাম্মেল হকের ছেলে মোঃ রিফাত(২০), রেলওয়ে গার্ড কলোনীর আজিজ খাঁনের ছেলে মোঃ আশিক খাঁন(২৩)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।