ক্ষুুদে বঙ্গবন্ধু সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের আয়োজনে এক আলোচনা সভা গতকাল বিকাল ৫টায় সংসদের বয়রা কলেজ বাউন্ডারী রোডস্থ নিজস্ব কার্যালয়ে সংসদের চেয়ারম্যান বেতার ব্যক্তিত্ব কবি এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে এবং সংসদের পরিচালক প্রশিক্ষণ পরিমল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাধীনতা, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কবি শেখ অলিউর রহমান, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রওশন আরা বিল্লাহ বেবী, লেখক-গবেষক অরবিন্দ মৃধা, কবি মোঃ ইমদাদ আলী, এল কে টফি, বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী তরুন কুমার মজুমদার, সমরেশ রায়, রুহুদ্বীত বিল্লাহ রাশেদ সহ সংগঠনের ৩০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের মহাকাব্যিক ভাষণে জাতিকে তার কাঙ্খিত লক্ষ্যে চলার যে নির্দেশনা বঙ্গবন্ধু দিয়েছিলেন সেই পথ ধরেই এসেছিল স্বাধীনতা। সেই স্বাধীনতার মূল্যবোধ অক্ষুণœ রাখতে শত্রুর মোকাবেলায় প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে জাগ্রত হতে হবে তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
পরে সংসদের ক্ষুদে বঙ্গবন্ধুরা তাদের স্বকন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিবেদিত সংগীত পরিবেশন করেন।