নগরীতে আদালতে মামলা করেও বিপাকে ব্যবসায়ী

হত্যার হুমকি থানায় জিডি
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর মোস্তর মোড় এলাকায় মিথ্যা চুক্তিপত্র দিয়ে হয়রানীর ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী মুন্সি নিজাম উদ্দিন। মামলার বিবাদীরা এখন তাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি দিচ্ছে জানিয়ে খালিশপুর থানায় জিডি করেছেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, ১২ মার্চ দুপুরে বিবাদীরা নূরনগরের বাড়িতে এসে তাকে মামলা তুলে নিতে চাপ দেয়। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জোরপূর্বক তার জমি দখল করে নেওয়ার হুমকি দেয়। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ১৫ মার্চ খালিশপুর থানায় করা জিডিতে নিজাম উদ্দিন জানান, রায়ের মহল এলাকার আজিজুল, নূর মোহাম্মদ ও মোঃ শফিকুলসহ কয়েকজন দীর্ঘদিন ধরেই তার চক হাসান খালী মৌজায় জমি ক্রয়ের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু তিনি ওই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তার স্বাক্ষর জাল করে একটি মিথ্যা চুক্তিপত্র তৈরি করে হয়রানী করা হচ্ছে। এর মধ্যে ওই জমিতে রাস্তা নির্মাণের জন্য ১৩ শতক জমি জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করে ক্ষতিপূরণ নেয়ার চেষ্টা করে চক্রটি। বিষয়টি টের পেয়ে তিনি মিস কেস ১১/০৮ এ অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকানা যাচাইয়ে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের ভূমি শাখা তদন্তে জমিতে তার মালিকানা প্রমাণিত হয় । এদিকে নিজাম উদ্দিন হয়রানী থেকে বাঁচতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। মামলা নং-১৪৬/২০২৪। ২৫ ফেব্রুয়ারি নথিপত্র যাচাই করে বিচারক স্থিতিবস্থা বজায় রাখাসহ বিবাদীদের কারণ দর্শাও নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।