এডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন গণমানুষের নেতা

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি : মরহুম এডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন দেশের শ্রেষ্ট সন্তানদের একজন। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা খুলনার রাজপথ কাপানো বাম রাজনীতির পুরোধা, খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অকুভয় এড. ফিরোজ আহমেদ দেশ মাতৃকার রক্ষার্থে ১৯৭১ সালে সেদিন মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ শেষে গণমানুষের কল্যানে আবার রাজনীতি শুরু করেন। কিন্ত কোনো দিন নিজে ক্ষমতায় গিয়ে নিজের জন্য গাড়ী বাড়ী করবেন এই চিন্তা না করে সমাজের অসংখ্য অসহায়, দরিদ্র, নিপিড়ীত, নির্যাতিত মেহনতি মানুষের জন্য মৃত্যুর পুর্ব পর্যন্ত রাজনীতি করেছেন। একাধারে তিনি খুলনা বিশ্ব বিদ্যালয়ের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, পরে খুবির খন্ডকালিন শিক্ষক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র/ছাত্রিরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান অর্জন করতে পারে সে চেষ্টা করেছেন।
রবিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর আয়োজনে সংগঠণের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ঠ রাজনীতিবিদ, খুবির খন্ড কালিন শিক্ষক মরহুম এড. ফিরোজ আহমেদ এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় বক্তারা একথাগুলো বলেন। বক্তরা আরও বলেন, তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক ভাবতেন, রাজনীতির পাশাপাশি খুলনার উন্নয়নের দাবিতে সর্বদাই ছিলেন সোচ্চার। মানুষের কল্যানে কাজ করতে করতে হয়ে উঠেন খুলনার গণমানুষের নেতা। আজ থেকে ১০বছর পুর্বে আজকের দিনে এড. ফিরোজ আহমেদ মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুুুবরণ করেন। মরহুম এড. ফিরোজ আহমেদের মৃত্যুতে হাসিস পার্কে নাগরিক শোক সভায় দাড়িয়ে এই বর্ষিয়ান রাজনীতিবিদের নামে একটি সড়কের নামে নাম করনের প্রস্তাব করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। অথচ আজ ও এই গুনি মানুষটির নামে মহানগরীর একটি রাস্তার নাম করণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ কওে বক্তরা দ্রুতই তার নামে রাস্তার নাম করনের দাবি জানান।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর খোকনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মন্জ্ঞু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, ডা. মোস্তাাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।