বঙ্গবন্ধুর জন্মদিনে নগর যুবলীগের শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠানে সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই আজকের তরুণ প্রজন্ম সুখী সমৃদ্ধ বাংলাদেশে বেড়ে উঠছে। তাদের এই তারুণ্যই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান করবে। তারুণ্যের বুদ্ধিদীপ্ত এই শক্তিকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। দেশ বিরোধী অপশক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। সোমবার খুলনা প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শিশুদের বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। পরবর্তীতে নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চ ভাষণ প্রোতিযোগিতায় ক গ্রুপে ১ম হয়েছে অভি দিপম মন্ডল, ২য় হয়েছে সৃষ্টি সাহা, ৩য় হয়েছে আইশান রহমান। খ গ্রুপে ১ম হয়েছে সামিয়া আহমেদ মাহেজাবিন, ২য় হয়েছে যৌথ ভাবে আয়ুষ্মান চক্রবর্তী অংশু ও আরবী, ৩য় হয়েছে সিনথিয়া ইসলাম। গ গ্রুপে ১ম হয়েছে ফারজানা রেজা স্নিগ্ধা, ২য় হয়েছে আন্তিশা রহমান স্বপ্ন, ৩য় হয়েছে যৌথভাবে শাহরিয়ার নাজনীন বর্ষা, নুজহাত তাবাচ্ছুম অহনা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ১ম হয়েছে সিজরাতুল মুনতাহা, দ্বিতীয় হয়েছে মো: সাইঔ আনান, তৃতীয় হয়েছে অবন্তিকা সরকার। খ বিভাগে প্রথম হয়েছে আলিফ ফারহান, দ্বিতীয় হয়েছে হিতেশ কুন্ডু, তৃতীয় হয়েছে মেয়াত্রী হোড়। গ বিভাগে প্রথম হয়েছে উচ্ছাস সেন স্বপ্ন, নুসাইবা তাবাচ্ছুম অরোরা, তৃতীয় সৃজন সনক দেব। প্রতিযোগিতায় ভাষণে ৫০ জন ও চিত্রাঙ্কনে ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, বাংলাদেশ বেতার এর শিল্পী হুসাইন বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এ্যাড: আল আমীন উকিল, কবির পাঠান, সাবেক ছাত্রনেতা পলাশ মন্ডল, সবুজ হাজরা, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আরীফুর রহমান আরীফ, বাদল সিপাহী, ইব্রাহিম হোসেন তপু, মাসুৃম উর রশীদ, কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, মোঃ হাসান শেখ, বাদল সিপাহী, এজাজ আহমেদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, হিরন হাওলাদার, জনি বসু, রাহুল শাহারিয়ার, যুবলীগ নেতা মোঃ আকাশ, মোঃ সুমন, একরামুল শেখ, নুপুর দাস প্রমুখ।