স্থানীয় সংবাদ

খুলনার দাকোপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির করুণ মৃত্যু

দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগে থেকে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। মঙ্গলবার সকালে ওই ক্ষেতের আইলে সবজি তুলতে যান শাশুড়ি চপলা গাইন (৬৫)। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলের বউ টুম্পা গাইন (৩৬) এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। নিহত চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’ নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button