রামপালে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার আভ্যন্তরিন সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাব্বী শেখ (২০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত ও সাকিব শেখ(১৭) নামের অপর আরোহী আহত হয়েছে। নিহত রাব্বী শেখ খুলনা বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালী গ্রামের কবির শেখের ছেলে। আর সাকিব শেখ (১৭) একই উপজেলার কুলটিয়া গ্রামের মৃত ফারুক শেখের ছেলে। স্থানীয় গৌরম্ভা পুলিশ ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার দুপুরের দিকে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের পাশে মালোপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বি শেখ মারা যায়। আহত সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে, অটোভ্যানে থাকা চালক ও যাত্রীরা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় পতিত কালো রঙ্গের সুজুকি জিকসার (খুলনা- ল, ১২-৩২০২) মোটরসাইকেল টি জব্দ করা হয়েছে। রামপাল থানার ওসি সোমেন দাশ বুধবার সকালে এ বিষয়ে বলেন এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।