স্থানীয় সংবাদ

খুলনা-৩ আসনের এমপি এস এম কামাল হোসেন’র পক্ষে আর্থিক অনুদান প্রদান

দৌলতপুরে অগ্নিকান্ডে নিঃস্ব পরিবার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থানার দত্ত বাড়ি এলাকায় বাদশা শিকদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার অসহায় পরিবারের ভাড়া ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে লেপ কাঁথা,কাপড়,রান্নার সকল আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অনলাইনের নিউজ পোর্টালের মাধ্যমে উক্ত ঘটনা সৌদি আরবে ওমরাহ করতে থাকা অবস্থায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপির পক্ষ থেকে সংবাদটি জানতে পেরে তিনি সাথে সাথে উক্ত অসহায় পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশনা দেন এবং নিজস্ব প্রতিনিধির মাধ্যমে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন । দেশে আসার পরে উক্ত পরিবারের জন্য থাকার ব্যবস্থা তাদের জন্য কি করা যায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। উক্ত মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার অসহায় পরিবারের এই মানুষটি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button