স্থানীয় সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীর ঘরে পরকীয়া প্রেমিক

গণধোলাই দিয়ে দু’জনকে থানায় সোপর্দ

যশোর ব্যুরো : যশোর সদরের রাজাপুর জমাদ্দারপাড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও প্রবাসীর স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর জমাদ্দারপাড়ায়। স্থানীয় এলাকাবাসি জানান, বৃহস্পতিবার ২১ মার্চ রাত অনুমান ১১টায় রাজাপুর গ্রামের প্রবাসী আবু হাসানের স্ত্রী মনিরা খাতুনের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় একই গ্রামের আবু মুসার ছেলে হাদিউজ্জামান। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে এলাকাবাসী উভয়কে আটক করে অতঃপর স্থানীয় চাঁনপাড়া পুলিশে সোপর্দ করে। পরে চাঁনপাড়া ক্যাম্পের এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ হাদিউজ্জামান ও প্রবাসী স্ত্রী মনিরাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন। ২২মার্চ শুক্রবার দুপুরে স্থানীয় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ সোহরাব হোসেনের মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে আদালতে চালান না দিয়ে অভিভাবকের কাছে তুলে দেন। এ ব্যাপারে চাঁনপাড়া ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমি জানিনা। এব্যাপারে এএসআই আবু তাহেরের সাথে কথা বলেন। এএসআই আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয়কে আটক করার পর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করি। তিনি উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে ১২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দু-পক্ষের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি তদন্ত অফিসারের মাধ্যমে থানা থেকে মীমাংসা করে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button