স্থানীয় সংবাদ

খুলনায় অসহায়দের পাশে করিম-সবুরন্নেছা ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টারঃ খুলনার বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা, শিক্ষার্থী ও অস্বচ্ছল রোগীর চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় নগরীর মুজগুন্নি আবাসিক এলাকা সূর্যসিঁড়ি ভবনে আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনার ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ খুলনার ১৭টি মাদ্রাসা-এতিমখানা, শিক্ষার্থী ও অস্বচ্ছল রোগীকে অর্থ হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া করা হয়। এর আগে চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো অসহায় মানুষের পাশে থাকার। এর আগেও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবি ও অস্বচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগিতা করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চাই। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জিএম ফয়েজ, নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ মিলন, এমএ সাদী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button