রূপান্তর অপরাজিতা প্রকল্পের যোগিপোল ইউনিয়নের মূল্যায়ন সভা
রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের সম্পৃক্তকরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের সম্পৃক্তকরণ রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় যোগিপোল ইউনিয়ন অপরাজিতার মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মার্চ রবিবার সকাল ১১টায় যোগিপোল ইউনিয়ন পরিষদের মিলানায়তে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর অপরাজিতা প্রকল্পের খুলনা-বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্পের রুপসা-তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মাঠ সমন্বয়নকারী বনানী দাশ গুপ্ত বাসন্তীর সঞ্চালনায় দুই পর্বে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্প ২০১৮ সালের ডিসেম্বর থেকে অপারাজিতা নেটওয়ার্কিং নামে মাঠ পর্যায়ে কাজ করছে চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। যারা সমাজে সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত বা মানুষের কল্যাণে কাজ করছে এমন এগিয়ে আসা অগ্রগামী নারীদের নিয়ে অপরাজিতা কাজ করছে। প্রকল্পটির সাড়ে ৫ বছরের শেষ পর্যায়ে এসে অপরাজিতা সমাজের সুফল কি এনে দিয়েছে এর মূল্যায়ন সভায় রূপান্তর অপরাজিতা প্রল্পের খুলনা-বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ২০১৮ সালের ডিসেম্বরে অপরাজিতা তাদের কার্যক্রম শুরু করে। সমাজে রাজনৈতিক-সামাজিকভাবে অগ্রগামী নারী এককথায় ব্যপোক মানুষের কল্যাণে অপরাজিতা কাজ করছে। অপরাজিতার মূল লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক ক্ষমতায়। তিনি বলেন আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে সর্বক্ষেতে নারীদেরকে সম্পৃক্ত করতে হবে। মূল্যায়ন সভায় ইউনিয়ন পরিষদের সচিব আসমা আক্তার, অপারাজিতা দিঘলিয়া উপজেলার সভাপতি নাসরিন আক্তার হিরা, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইউপি সদস্য মোঃ মামুন শেখ, সাংবাদিক শফিক, দিঘলিয়া উপজেলার পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান, মসজিদের ইমাম মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ হোসেন আলী হাওলাদার, শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান, মোঃ রায়হান রহমান, অপরাজিতার সদস্য সংরক্ষিত মহিলা মেম্বর মাফুজা খাতুন, হাফিজা খাতুন, সাহারা জলি খানম, নারী উদ্যোক্তা মাহমুদা খাতুন ও আছিয়া খাতুনসহ অপরাজিতার সদস্য, রাজনৈতি-সামাজিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।