স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় নবাগত ইউএনও আল-আমিনের যোগদান

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুহাম্মদ আল-আমিন যোগদান করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি যোগদান করেন। এর আগে তিনি জেলার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।এ সময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজের নিকট থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তখন অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ইউআরসি মোঃ মনির হোসেন, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, সিএ মোঃ আবুজার হুসাইন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button