যশোরে বকেয়া বাড়িভাড়া ও বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় হামলা মারপিট

যশোর ব্যুরো ঃ চার বছর আগের বাড়ি ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৯ হাজার ৭শ ৮০ টাকা চাওয়ার ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান নামে এক বাড়ির মালিককে মারপিট করে জখমের ঘটনায় শনিবার ২৩ মার্চ দুপুরে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলা আসামী করা হয়েছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর পূর্ব পাড়ার জব্বারের দুই ছেলে হাসনাত ও ফরহাদ, হাসনাতের স্ত্রী মীম , নুর আলমের ছেলে প্রেম এবং আলাউদ্দিন আলার স্ত্রী আশা খাতুন ।
যশোর সদরের ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল খাালেকের ছেলে খলিলুর রহমান বাদি হয়ে মামলায় উল্লেখ করেন,আসামি হাসনাত ও ফরহাদের ভাই হাসান বছর চারেক আগে তার বাড়িতে ভাড়া থাকতো। করোনা কালীন সময়ে ১৯ হাজার ৭শ’ ৮০ টাকাা ভাড়া বকেয়া থাকার পরও মানবিক কারনে তিনি সে সময় ভাড়া নেননি। পরবর্তীতে হাসান মারা যাওয়ার পর ওই দুই ভাই অঙ্গীকার করে হাসানের দেনা পরিশোধ করবে। কিন্তু টাকা চাইলে নানা ভাবে হুমকি ধামকি দেয়। গত ২২ মার্চ বেলা ১২টার দিকে উল্লেখিত আসামীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৮/১০ জন আসামিরা লাঠি সোটা, লোহার রড জিআই পাইপ প্রভৃতি নিয়ে বাড়িতে ঢোকে বাদির নাম ধরে গালিগালাজ করার এক পর্যায় মারপিটে জখম করে। সে সময় বাদির স্ত্রী মোছাঃ কুলসুম বেগম এসে
ঠেকাতে পেলে তাকেও মারপিট করে চুলের মুঠি ধরে টেনে হেচড়ে পড়নের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটনায়। বাদির স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন আশা খাতুন ছিনিয়ে নেয়। মিম কানের দুল চার আনা ছিনিয়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে বাদি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।