বিএম খুলনা শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

খবর বিজ্ঞপ্তি : ২৫ মার্চ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,খুলনা শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮.৩০ মি. গল্লামারী ‘ স্বাধীনতা স্মৃতি সৌধে’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯.৩০মি. বিএমএ ভবনে স্থাপিত বঙ্গবন্ধু’র মূর্যাল ও শহীদ চিকিৎসকদের নাম ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, ডা. সামছুল আহসান মাছুম, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. পলাশ কুমার দে, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, ডা. জিল্লুর রহমান তরুন, ডা. মোহাম্মদ হাসান, ডা. উপানন্দ রায়। অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, ডা. আর কে নাথ, ডা.অণিরুদ্ধ সরদার, ডা. নয়ণ পাল প্রমূখ।