যশোরে ফুটপাত আবারো বে-দখল : পথচারীদের মধ্যে ক্ষোভ

যশোর ব্যুরো ঃ আবারো যশোর শহরের মুজিব সড়কের দু’পাশ (ফুটপাত) বেদখল হয়ে গেছে। রোববার ২৪ মার্চ রাত থেকে হঠাৎ করে ওই সড়কের (ফুটপাত) বেদখল হয়ে যাওয়ায় পথচারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মুজিব সড়কে চলাচল করছে। এই সড়কের দু’পাশে যে সব ফেরিওয়ালারা বেদখল করে ব্যবসা করতো তারা ইতিপূর্বে কতিপয় ব্যক্তিদের মদদ পুষ্ট যুবকদের দৈনিক দোকান প্রতি কাহার কাছে ১শ’ টাকা আবার কাহারও কাছে দেড়শ’ টাকা পর্যন্ত আদায় করতো। গোটা মুজিব সড়কের ফুটপথ বেদখল করে যারা ব্যবসা করতো। তারা কতিপয় বাবুসহ কয়েকজনকে দৈনিক ও মাসিক হারে টাকা দিতো। শহরের দড়াটানা থেকে সিভিল কোর্ট মোড় পর্যন্ত মুজিব সড়কের দু’পাশে যে সব ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা করতো। তারা কতিপয় যুবকদের দৈনিক হারে উল্লেখিত পরিমানের টাকা দিতে বাধ্য হতো। নইলে ফুটপাতে বসতে দিতো না। ওই সড়কে দড়াটানা থেকে সিভিল কোর্ট মোড় পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে থেকে দৈনিক ৩ থেকে ৫ হাজার টাকা হারে মাসে ৯০ থেকে দেড়লাখ টাকা আদায় করা হতো। সূত্রগুলো বলেছে,সড়কের ফুটপাত দুই থেকে তিন হাত বরাদ্ধ বাবদ নেওয়া হতো দৈনিক ১শ’ থেকে দেড়শ’ ও মাসিক দোকান প্রতি ৩ থেকে সাড়ে ৪ হাজার টাকা। এই টাকা কতিপয় বাবু নামে এক যুবকের নেতৃত্বে পোষ্ট অফিসপাড়াসহ আশপাশ এলাকার যুবকেরা এই টাকা আদায় করতো। মুজিব সড়কের ফুটপাত বিক্রি হওয়ার খবর পেয়ে পুলিশ সম্প্রতি ওই সড়কের উপর গড়ে ওঠা ফুটপাত দখলকারীদের জোরপূর্বক তুলে দেন। ফুটপাত ব্যবসায়ীরা বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করে কোন সুরাহা না পেয়ে একজন আইনজীবীসহ আওয়ামীলীগের আইন বিষয়ক নেতার স্মরনাপন্ন হলে তিনি মুজিব সড়কে শুধু মাত্র ঈদ উপলক্ষে বেচাকেনার সুযোগ দানে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মুজিব সড়কের পশ্চিম পাশের ফুটপাতের সামান্য স্থানে বেচাকেনার সুযোগ পান। নাম প্রকাশ না করার শর্তে ফুটপাত ব্যবসায়ী জানিয়েছেন,মুজিব সড়কের জেলা পরিষদের দেওয়ালের পাশে যে সব ফেরিওয়ালা ব্যবসা করতে বসেছেন তাদেরকে দোকান প্রতি জনৈক যুবককে দৈনিক টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে তাকে ওই সড়কে বসতে দেওয়া হবে না। তাছাড়া,টাউন হলের প্রাচীর গায়ে সড়কের পূর্ব পাশে যে সব দর্জি ব্যবসায়ীরা বসেছে তারা জনৈক যুবককে ১৫ হাজার টাকা দিতে হয়েছে। নইলে তাদেরকে বসতে দেওয়া হতোনা। গরীব অসহায় অনেক ফুটপাত ব্যবসায়ী রয়েছে তারা ওই সড়কে বসতে চাই তাদেরকে কতিপয় যুবকেরা বসতে দিচ্ছেনা। তাদেরকে দৈনিক ১শ’ থেকে দেড়শ’ টাকা দিতে রাজী হলে তাকে বসতে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। আর ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় পথচারীরা ব্যস্ততম ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে যেতে হয়। অটো রিকশা ও ইজিবাইকের বেপরোয়া চলাচল পথচারীদের জন্য চরম ঝুঁকি হয়ে দেখা দিয়েছে। রাস্তা ছেড়ে যে ফুটপাত দিয়ে তারা যাবে সে পথ ফেরিওয়ালারা ঈদের অজুহাতে দখল করে নিয়ে ব্যবসা করছে। যার ফলে সোমবার ২৫ মার্চ সকাল থেকে ওই সড়কে পথচারীরা অটো রিকশা ও ইজিবাইকের ধাক্কায় শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন।