স্থানীয় সংবাদ

যশোরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

যশোর ব্যুরো ঃ প্রকাশ্যে শহরের রেলরোড চারখাম্বার মোড় (রাসেল চত্বর) এর কাছাকাছি ট্রান্সকম ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর পরিত্যক্ত বাড়ির ভিতর ছিনতাই ও মারামারি করার উদ্দেশ্যে অবস্থান কালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকসদল দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, শহরের চারখাম্বার মোড় (রাসেল চত্বর) এলাকার দিলিপ নায়েক এর ছেলে অনিন্দ্র নায়েক দেবা ও বেজপাড়া টিবি ক্লিনিকের পিছনে মনিরুল শেখ এর ছেলে শাহরিয়া ইসলাম রনি। এসময় তাদের দখল হতে ১টি বার্মিজ টিপ চাকু,১টি চাইনিজ কুড়াল,১টি তলোয়ার,২টি হাসুয়া দা, ১টি জিআই পাইপ ও ১টি হকিষ্টিক উদ্ধার করেছে। এ সময় তাদের সহযোগী শহরের টিবি ক্লিনিক বিলপাড়ার বাপির নাম প্রকাশ করেছে গ্রেফতারকৃতরা। পুলিশের কাছে স্বীকার করেন,গ্রেফতারকৃত ও পলাতক ছাড়াও অজ্ঞাতনামা ৩/৪জন কিশোর গ্যাংয়ের সদস্য। ডিবি’র এসআই শেখ আবু হাসানসহ একটি টিম শুক্রবার বিকেল সোয়া ৪ টার পর গোপন সূত্রে খবর পান ৬/৭জন উঠতি বয়সের যুবক হাতে চাইনিজ কুড়াল,চাকু,তলোয়ার,হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই/ মারামারী করার উদ্দেশ্যে উল্লেখিত পরিত্যক্ত বাড়ির মধ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শেখ আবু হাসানসহ সঙ্গীয় এএসআই নাজমুল ইসলাম,আজাহারুল ইসলামসহ ডিবি’র একটি চৌকস টিম উক্ত পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়ে ডিবি’র পোশাক দেখে সেখানে থাকা উঠতি বয়সের কিশোর গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টার এক পর্যায় দু’জনকে গ্রেফতার করে। তাদের দেখানো ও বের করে দেয়া মতে উক্ত অস্ত্র উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button