সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড পেলেন মণিরামপুরের তপন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক তপন বিশ্বাস(পবন) সাংগাঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দুইটি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তপন বিশ্বাস (পবন) একুশে স্মৃতি পরিষদ পদক ২০২৪ লাভ করেন। একই ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত ২৯ মার্চ ২০২৪ তাঁকে ঢাকার বিজয় নগরের সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল কর্তৃক সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন। এ ছাড়াও ইতোপূর্বে কবি ও গীতিকার হিসেবে ঢাকার উদীয়মান বাংলাদেশ কর্তৃক মহান স্বাধীনতা দিবস সম্মাননা ২০২৩ প্রদান করা হয় তপন বিশ্বাস (পবন)কে। এসব সম্মাননা পেয়ে এক প্রতিক্রিয়ায় তপন বিশ্বাস (পবন) বলেন, ছোট বেলা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মী হিসেবে স্বেচ্ছাব্রতী হয়ে কাজ করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। কাজের স্বীকৃতি পেয়ে অনুপ্রানিত হয়েছি। আজীবন মানুষের জন্য কাজ করে যাব এই আমার দীপ্ত অঙ্গিকার।