স্থানীয় সংবাদ

ভেড়ামারায় ট্রাক চাপায় সাইকেল আরোহী যুবক নিহত

ভেড়ামারা প্রতিনিধি ঃ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বেপরোয়া গতির ট্রাকের চাপায় অভিজিৎ (১৭) নামে সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৩রা এপ্রিল) দুপুর ২টার উক্ত দুর্ঘটনা ঘটৈ। নিহত অভিজিৎ একই উপজেলার কোদালিয়াপাড়া গ্রামের উজ্জ্বল দেবনাথের পুত্র এবং কাঠেরপুল এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতো। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভেড়ামারা থানার পুলিশ জানায়, দৌলতপুরগামী একটি খালি ট্রাক (রেজিঃ কুষ্টিয়া ট ১১-০৪৪২) বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী অভিজিৎকে ধাক্কা দিলে সে ছিটকে চাকার নিচে চলে যায় এবং নিম্নাংশ থেতলে যায়। তাৎক্ষণিক তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টান সময় তাকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেছে। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button