স্থানীয় সংবাদ

মোহাম্মদনগরে কেয়ারটেকারকে মারধর তাড়িয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ মোহাম্মদনগর এলাকায় ঘের কর্মচারিকে মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে বাসা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘের কর্মচারি আকবর হোসেন বাদী হয়ে লবণচরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, পূর্ব মোহাম্মদনগর রূপা পেট্রোল পাম্পের পাশে শেখ মাহবুব হোসেন ফারুকের জমিতে গত ২০০৪ সাল থেকে আকবর হোসেন কেয়ারটেকার হিসেবে জমির পাশে ঘর তুলে এবং দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। গত ৩০ মার্চসহ বিভিন্ন সময়ে আক্তার, নজরুল, বেল্লাল, সোহেলসহ একদল দুর্বৃত্ত তার খালি বাসায় আসে। তারা আকবরকে তার দোকান থেকে বাসায় ডেকে নিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা আকবরকে ওই জমি থেকে চলে যাওয়ার জন্য নানাভাবে হয়রানী ও ভয়-ভীতি প্রদর্শন করে। এ সময় আকবর ওই জমি ছেড়ে চলে যাবে বলে কোন রকম রক্ষা পেলেও সে না যাওয়ায় আবারো ২ এপ্রিল বিকেলে তারা আকবরের দোকানে হাজির হয়। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে আকবরের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে আবারো ফারুক সাহেবের জমি ছেড়ে চলে যেতে বলে। না গেলে জীবননাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেয়ায়। ভিকটিম বলেন, ঘটনার পর থেকে তিনি জীবনের ভয়ে বাড়ি ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনি ওই বাড়ি ফিরেননি বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button