৬নং ওয়ার্ডে এস এম কামালের ঈদ উপহার বিতরন

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরস্থ পাবলা আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং ওয়ার্ড আ’লীগের কার্যনির্বাহী সদস্য ও মহিলা আ’লীগের সদস্যদের মাঝে ঈদ উপহার স্বরুপ পোশাক বিতরন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উপহার বিতরণকালে তিনি সকলের কাছে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্থতার দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সকলের পাশে ও সাথে থেকে সকল কাজও সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বিজেএ’র সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, সাঃ সম্পাদক জাফর ইকল মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, এস এম আব্দুল হক, আ’লীগ নেতা শেখ আব্দুল হামিদ, এস এম ওয়াজেদ আলী মজনু, আব্দুর রহিম মোল্লা, ডাঃ এম এ মান্নান, ৬নং ওয়ার্ড মহিলা আ’লীগ নেত্রী জেসমিন সুলতানা, লিপি আক্তার, বিনু ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম অপু, দৌলতপুর কলেজ (দিবা-নৈশ)’র অধ্যক্ষ এস. এম আনিসুর রহমান, উপাধ্যক্ষ মোঃ সদরুজ্জামান, অধ্যাপক আবুল কালাম আজাদ আ’লীগ ও তার অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।