যশোর চাকুসহ উঠতি বয়সের সন্ত্রাসী আলী আহম্মদ গ্রেফতার

যশোর ব্যুরো ঃ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চাঁদপাড়া দোতলা মসজিদ এলাকার জনৈক ই¯্রাফিল এর দোকানের সামনে আহম্মদ আলী ওরফে আলী আহমেদ (২৪) নামে এক উঠতি বয়সের সন্ত্রাসীকে একটি সিলভার ও কালো রংয়ের ষ্টীলের ধারালো চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার হামিদপুর (বাজারের পাশে) ওমর ফারুকের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলাটি করেন, চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম।
মামলায় তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ৪ এপ্রিল রাত অনুমান সোয়া ১১ টার পর গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে উঠতি বয়সের যুবকেরা হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের ক্ষমতা দাপট দেখানের জন্য জনমনে ভীতি সঞ্চার সৃষ্টি করছে। খবরের ভিত্তিতে উক্ত ক্যাম্পের এসআইসহ একদল পুলিশ সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উঠতি বয়সের সন্ত্রাসী আহম্মদ আলী ওরফে আলী আহমেদ পালানোর এক পর্যায় ধরা পড়েন। পরে তার দখলে থাকা একটি স্টীলের সিলভার ও কালো রংয়ের ধারালের চাকু উদ্ধার করে। শুক্রবার ৫ এপ্রিল দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।