নগরীতে মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবাসহ ৮মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৪নং ফুড ঘাটের কালু শেখের ছেলে হাসিব শেখ(১৯), ১৪ মুসলমানপাড়া ক্রস রোডের আবু রেজার ছেলে মোঃ রাজিব(৩০), ঘোলা হরিণটানার আনারুল সরদারের ছেলে মোঃ সুজন সরদার(২৬), বাগমারা মেইন রোডের মৃত: আব্দুস সালামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৫৬), টিবি ক্রস রোডের মৃত: হাসান আলী কবিরাজের ছেলে মোঃ শওকত কবিরাজ ওরফে কবির(৬৫), মহেশ্বরপাশা সাহেব পাড়ার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৫), ৩৯/২ মিস্ত্রিপাড়া খালপাড় রোডের মৃত: আব্দুল গনির ছেলে মোঃ মাসুদ পারভেজ(৪৫), বঙ্গবাসীর বাসিন্দা মোঃ নেছারের ছেলে সাকিবুল হাসান সেকু(২৪)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল, ৭৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার মদ এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।