স্থানীয় সংবাদ
ফ্রেন্ডস হাউজ’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ স্বেচ্ছাসেবী সংগঠন ” ফ্রেন্ডস হাউজ” এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল রবিবার খালিশপুরের আলমনগর মধ্যপাড়ায় দারুস সালাম জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ডা. মিনহাজুল আলম ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম শামীমসহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় ডা. মিনহাজুল আলম বলেন, “করোনাকালীন সময় থেকে ফ্রেন্ডস হাউজ নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা কাজে প্রশংসনীয় ভূমিকা রাখে এই সংগঠন।”
এছাড়া অনুষ্ঠানের মুখপাত্র তরিকুল ইসলাম শামীম বলেন, বর্তমানে আমাদের কার্যক্রম স্থানীয়ভাবে সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যতে খুলনা বিভাগের সর্বত্র আমাদের এই সেবামূলক কার্যক্রম পৌছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।