স্থানীয় সংবাদ

“সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে”

দৌলতপুরে মুন্সী বাড়ীর ইফতার মাহফিলে : এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশে স্বাধীনতার স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা দেশরতœ, জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে টানা ১৫ বছর যত উন্নয়ন হয়েছে তা কেবলমাত্র তার দুর্দিশতার কারনেই সম্ভব হয়েছে। দক্ষিণা-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি, পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, নতুন বিমানবন্দর, এক্সপ্রেস ওয়ে, চট্টগ্রামের কর্নফুলী নদীতে বঙ্গবন্ধু টার্নেল, খুলনা-মংলা রেলপথ নির্মানসহ বিরতিহীন উন্নয়ন কর্মকান্ড আজ দৃশ্যমান ও চলমান। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ছিন্নমূল গৃহহীন মানুষের জন্য বাসগৃহের ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোনো মানুষ গৃহহীন থাকবেনা, থাকবে নিরাপদ। দেশরতœ, জননেত্রী, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ সেটি বাস্তবায়ন হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সুতারং, সকলকে ঐক্যবন্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। রবিবার (৭ এপ্রিল) নগরীর দৌলতপুরস্থ পাবলা ঐতিহ্যবাহী মুন্সি বাড়ী প্রাঙ্গনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ নাজমুল হাসান পুলু মুন্সির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন খুলনা- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাঃ রুনু ইকবাল বিথার। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজেএর সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা খান কামাল, খুলনা মহানগর আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, কেসিসির সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ দাউদ হায়দার, খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাঃ সম্পাদক প্রশান্ত কুন্ডু, দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক ও বিএল কলেজের সাবেক জিএম শহিদুল ইসলাম বন্দ, আ’লীগ নেতা শাহিন জামাল পন, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, এম এ সেলিম, আঃ রউফ মোড়ল, শেখ মফিজুর রহমান হিরু, আছিফুর রশিদ আফিছ, মোঃ অহিদুজ্জামান, মোঃ হারনুর রশিদ, সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, এস এম মনিরুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, তালাত হোসেন কাউট, সুলতান মাহমুদ পিন্টু, এস এম হুমায়ুন কবির, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস, আ’লীগ নেতা আবু আসলাম মোড়ল, হেলাল মুন্সি, রানা পারভেজ সোহেল, মোঃ মিজানুর রহমান, ইমাম হোসেন রুবেল, শহিদুল ইসলাম সেলিম, খন্দকার কামরুল হাছান, আনিস মোড়ল, মহিলা আ’লীগ নেত্রী বিউটি ইসলাম, দৌলতপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তিলোক গোস্বামী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা শাখার সভাপতি আশুতোষ সাধু, সাঃ সম্পাদক বলরাম দত্ত, কালু প্রসাদ সাহা, ব্যবসায়ী অশোক কুমার কর, ব্যবসায়ী তোহিদুল ইসলাম ঝন্টু, ব্যবসায়ী এস.এম মনিরুল ইসলাম, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, ইবাদ মোড়ল, শেখ জিহাদ, সেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান কামাল, ই¯্ররাফিল জনি, ইয়াসির আরাফাত সোহাগ, ইব্রাহিম মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগ নেতা নিশাত ফেরদৌস অনি, আবু তালেব বন্দ, আসিফ মুন্সিসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button