স্থানীয় সংবাদ

শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারীদের কিস্তির পাওনা পরিশোধের কার্যক্রম শুরু

৯শ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে ১ কোটি ২ লক্ষ টাকা প্রদান

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারীদের তৃতীয় কিস্তির এক কোটি দুই লক্ষ টাকা পরিশোধের কার্যক্রম শুরু করেছে মিল কর্র্র্তৃপক্ষ যা চলবে ৯ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী। গতকাল ৮ এপ্রিল সোমবার বিকালে তৃতীয় কিস্তির ১ কোটি ২ লক্ষ টাকা শ্রমিকদের মাঝে প্রদানের মধ্য দিয়ে এ কার্যাক্রম শুরু হয়। গত বছরের ২৬ জুন দ্বিতীয় কিস্তির এক কোটি দশ লক্ষ টাকা প্রদান করার পর তৃতীয় কিস্তির টাকার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল মিলটির শ্রমিক কর্মচারী। চুক্তি অনুযায়ী ঈদের পূর্বে তৃতীয় কিস্তির টাকা পেয়ে শ্রমিক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছ, খুলনা শ্রম পরিচালক মো. মিজানুর রহমানের হস্তক্ষেপে গত বছরের ২৫ জুন খুলনা শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠকের এক পর্যায়ে জুট স্পিনার্স লিঃ এর প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদের সাথে যোগাযোগ করেন শ্রম পরিচালক মো. মিজানুর রহমান। বৈঠকে মালিক পক্ষের সাথে ফলপ্রসু আলোচনায় শ্রম আদালতের ১৬৮/১৮ নং মকদ্দমা প্রত্যাহারের আশ্বাস প্রদান করেন শ্রম পরিচালক । পরবর্তিতে আইনি জটিলতা নিরসনের পর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিল মালিক কর্তৃপক্ষ চুক্তির দ্বিতীয় কিস্তির পাওনা টাকা গত বছরের ২৬ জুন পরিশোধ করে। মিলের উর্ধতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো. হাবিবুর রহমান বাচ্চু জানায়, গতকাল ৮ এপ্রিল সোমবার বিকালে মিলের বি শীফটের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কিস্তির পাওনা পরিশোধের কার্যক্রম শুরু করা হয়। মিলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদ ও প্রধান অর্থ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ভূইয়ার আন্তরিকতায় মিলের ৮৩১ জন শ্রমিক, ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী এবং ৫৭জন চাকুরী থেকে অবসরে যাওয়া শ্রমিক ও মৃত্যুবরণ করা শ্রমিক পরিবারের মাঝে তৃতীয় কিস্তির ১ কোটি ২ লক্ষ টাকা পরিশোধের কার্যক্রম শুরু করা হয়েছে। পাওনা পরিশোধর এ কার্যক্রম ৯ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে । এর আগে বৈঠকের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির আওতায় থাকা প্রায় ৮৩১জন শ্রমিক কর্মচারীর মাঝে দ্বিতীয় কিস্তির প্রায় এক কোটি টাকা পরিশোধ করা হযেছিল। তিনি জানান তিন কিস্তিতে ৩ কোটি বাইশ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য মিলটির শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের জন্য ত্রিপক্ষিয় বৈঠকের ৪টি কিস্তির মাধ্যকে তাদের পাওনা পরিশোধের কথা ছিল । তৃতীয় কিস্তির টাকা পরিশোধের মধ্যে দিয়ে আর একটি কিস্তির টাকা পাওনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button