নবরূপে সজ্জিত খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের উদ্বোধন করলেন সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠিত খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবরূপে সজ্জিত এ পার্কটির উদ্বোধন করেন। পরে সিটি মেয়র ফলক উম্মোচন শেষে মোনাজাত করেন। ফলক উম্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নগরবাসীর চিত্তবিনোদনের জন্য নগরীতে কয়েকটি পার্ক রয়েছে। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য কেসিসি’র পক্ষ থেকে আরো কয়েকটি রিভার ভিউ পার্ক স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কে দেশি-বিদেশি নতুন নতুন রাইডস সংযোজন করায় পার্কের ব্যবস্থাপনায় নিয়োজিত ওয়ান্ডারল্যান্ড গ্রুপ কর্তৃপক্ষকে সিটি মেয়র ধন্যবাদ জানান। সিটি মেয়র পর্কে বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, মহানগরীর খালিশপুরে ১৯৯৫ সনে ৩.৬৩ একর জমির ওপর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। পার্কটিতে নতুনভাবে ফ্যামিলি কোস্টার, জেট কোস্টার, সুউচ্চ ওয়ান্ডার হুইল, বৃহৎ মেরি গো রাউন্ড সোয়ান ট্রেন, কিড রাইডস ইত্যাদি সংযোজিত হয়েছে। এছাড়া ওয়াটার পুল নির্মাণের কাজ চলমান রয়েছে। খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র কাউন্সিলর মো: নাঈমুল ইসলাম খালেদ, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাকির হোসেন, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও মো: গোলাম মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।