খুলনা থেকে বরিশাল রুটের নতুন পরিবহনের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি : খুলনা থেকে বরিশাল রুটের নতুন সংযোজন হলো সাদ্দাম পরিবহন। বুধবার বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ফিতা কেটে এ পরিবহনের উদ্বোধন করেন। এ পরিবহনের মালিক আনোয়ার হোসেন সোনার সভাপতিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, খুলনা বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোমতাজ আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রাজ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ খান রাজুসহ আরও অনেকে। গতিশীল, আরামদায়ক চেয়ার ও দৃষ্টিনন্দন ডেকোরেশনে সাজানো এ পরিবহনে প্রতিদিন দুটি সার্ভিস থাকছে বলে জানা যায়। তবে সময়ের সাথে সাথে সার্ভিস আরও বাড়বে বলেও আশাবাদ ব্যাক্ত করেন মালিকপক্ষ। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি হয়ে বরিশাল পৌছাবে পরিবহন। যা খুলনা থকে বরিশালের যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে রাখবে।