ফুলবাড়ীগেটে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলবাড়ীগেটে ট্রেনের ধাক্কায় মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী আলাউদ্দিন(৮৭) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ীগেট রেলক্রসিং সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মহেশ^রপাশা জাতীয় তরুণ সংঘ এলাকার হাফেজ আলমগীরের পিতা। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, মহেশ^রপাশা দিঘির পশ্চিমপাশের হাফেজ আলমগীরের পিতা মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী আলাউদ্দিন ফুলবাড়ীগেট বিএনপি অফিসের পেছনে রেললাইনের পাশে প্র¯্রাব করার জন্য যায়। এ সময় সকাল ১১টায় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্রাপ্রেস ট্রেনটি ফুলবাড়ীগেট রেলক্রসিং অতিক্রম করার সময় আলাউদ্দিনকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। খুলনা জিআরপি থানার অফিসার্স ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, জানতে পেরেছি ফুলবাড়ীগেটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। তবে তার পরিচয় জানাতে পারেনি। এদিকে নিহত আলাউদ্দিনের লাশ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করার পর ১৫ এপ্রিল জানাযা শেষে তাকে মহেশ^রপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়।