স্থানীয় সংবাদ
ঐতিহাসিক মুজিবনগর দিবসে নগর আ’লীগের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য খুলনা মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলীয় নির্বাচিত সকল দলীয় কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।