বাগেরহাটে সড়কে ঝরল মুক্তিযোদ্ধার প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রাস্তায় ঝরল একজন মুক্তিযোদ্ধার প্রান। মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান মনি (৭০) কে গত বুধবার সন্ধ্যায় একটি ট্রাকের ধাক্কায় আহত হলে তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা হয়ে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরের দিন বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। শনিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে তার নিজের বাড়ীর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার , থানার ওসি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ গন্যমান্য বক্তিবর্গ। এই মুক্তিযোদ্ধা অবিবাহিত জীবন যাপন করেছেন। মৃত্যুকালে তিনি এক বোন, ভাগ্নে-ভাগ্নিসহ বহু গুনগ্রাহী রেখে যান। সড়ক দুর্ঘটনা বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান ওই দিন সন্ধ্যার পর মটরসাইকেল যোগে বাগেরহাট-খুলনা সড়কের দশানী এলাকা থেকে যাওয়ার পথে একটি বেপরোয়াগামী ট্রাক মটরসাইকেল কে ধাক্কা দিলে তিনি মারাত্বক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাকালে মারা যান। আমরা ঘাতক ট্রাকটি আটক করাসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছি।